ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেয়াদ উর্ত্তীণ অটোরিকশা বন্ধের দাবি

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়াদ উর্ত্তীণ অটোরিকশা বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : মেয়াদ উর্ত্তীণ সিএনজি চালিত অটোরিকশা বন্ধ  ও নতুন করে ৫ হাজার অটোরিকশা বিতরণের দাবি জানিয়েছেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের নেতারা  এ দাবি জানান।

নেতারা বলেন, মেয়াদ উর্ত্তীণ সিএনজি চালিত অটোরিকশার ইকোনোমিক লাইফ বৃদ্ধি করা চলবে না। মেয়াদ উর্ত্তীণ অটোরিকশা চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে। পুরাতন গাড়ির ইকোনোমিক লাইফ বৃদ্ধি করা হবে জনস্বার্থবিরোধী কাজ। 

এ সময় শ্রমিক নেতারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল-চালকদের মাঝে ৫ হাজার সিএনজি অটোরিকশা বিতরণ, পরিবহন আইনে শ্রমিক স্বার্থবিরোধী সকল ধারা, উপ-ধারা বাতিল,  পেশাজীবী ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে ব্যবহারিক পরীক্ষা বন্ধ করে সহজ শর্তে নতুন লাইসেন্স প্রদান, মালিক পক্ষ থেকে চালকদের নিয়োগপত্র প্রদান।

ঢাকা জেলার রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল সিএনজি অটোরিকশা ঢাকা জেলার সর্বত্র চলাচল করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

আয়োজক সংগঠনের সভাপতি আজিজুল হক মুক্তার সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়