ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ পথচারী নিহত

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে জলমগ্ন রাস্তায় হাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। এরা হলেন- মো. নজরুল ইসলাম (৫০) ও আতিকুর রহমান (১৩)। শনিবার পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, শনিবার দুপুর ১টার দিকে নজরুল দক্ষিণ যাত্রাবাড়ির বাসা থেকে বের হন। বৃষ্টির পানি জমে থাকা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে একই দিন বিকেল ৪টার দিকে খিলগাঁও মেরাদিয়া এলাকার বড় মসজিদ গলির বাসা থেকে বের হয় আতিকুর। রাস্তায় জমে থাকা পানিতে পা দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আতিকুর স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়