ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিএমপির সদস্যদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তি চালু

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএমপির সদস্যদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তি চালু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে। 

শনিবার রাজারবাগে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে  ‘মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি’ অনুষ্ঠানে এ কথা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপির অধিকাংশ সদস্য নিম্ন আয়ের। তাদের ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। এজন্য শিক্ষাবৃত্তি চালু করা হলো।’

তিনি আরো বলেন, ‘সবার প্রচেষ্টায় শিক্ষাবৃত্তিকে বাস্তবে রূপ দেওয়া গেছে। ডিএমপির ৩৪ হাজার সদস্যের অধিকাংশ নিম্নপদস্থ হওয়ায় তাদের বেতন অনেক কম। কম বেতনে নিজের পরিবারের খরচের পর সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। অথচ তাদের সন্তানরা অত্যন্ত মেধাবী। কিন্তু আর্থিক সমস্যার কারণে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিও হতে পারে না।’

অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হতে পারে না, উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এই শিক্ষাবৃত্তিকে চলমান রাখতে আগামী ৬ মাসের মধ্যে একটি নীতিমালা তৈরি করা হবে। যুগ যুগ এ বৃত্তি চলবে। ডিএমপির পুলিশ সদস্যদের সন্তানদের কল্যাণে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।’

এর আগে তিনি ডিএমপির পুলিশ পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৬৫৯ মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়