ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইতালি সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালি সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সচিবালয় প্রতিবেদক : সাম্প্রতিক ইতালি সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রোববার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।

ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগ দেন। ইফাদ প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যান। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটি সফরে যান। সেখানে পোপ ছাড়া ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ