ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অভিভাবককে খুঁজছে অপূর্ব

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিভাবককে খুঁজছে অপূর্ব

নিজস্ব প্রতিবেদক: অপূর্ব নামের ৫ বছর বয়সের শিশুটি তার অভিভাবককে খুঁজছে। বৃহস্পতিবার পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখেছে।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে আদাবর থানার এএসআই মো. দেলোয়ার হোসেন উিউটি করাকালীন সুনিবিড় হাউজিং সোসাইটির রাস্তায় অপূর্বকে পান। সে তার মার নাম আঁখি ছাড়া কিছুই বলতে পারছে না। তার পরনে নীল রঙের হাতা কাটা টি শার্ট ও বেগুনি রঙের হাফ প্যান্ট রয়েছে।

কেউ শিশুটির প্রকৃত অভিভাবক কিংবা নিকট স্বজন হলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করছে পুলিশ। প্রয়োজনে ০১৭৪৫-৭৭৪৪৮৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়