ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেলাল চৌধুরীর লেখা মানুষকে উদ্বুদ্ধ করবে : প্রধানমন্ত্রী

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেলাল চৌধুরীর লেখা মানুষকে উদ্বুদ্ধ করবে : প্রধানমন্ত্রী

রাইজিংবিডি ডেস্ক : কবি বেলাল চৌধুরী ছিলেন এ দেশের একজন পথিকৃৎ সাংবাদিক-উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার লেখা মানুষকে সব সময় দেশপ্রেমের চেতনায় আলোকিত হতে উদ্বুদ্ধ করবে।

বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক বেলাল চৌধুরীর মৃত্যুতে মঙ্গলবার এক শোক বার্তায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

একুশে পদকপ্রাপ্ত এই কবির সাহিত্যে অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার কবিতা তাকে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।

শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে বেলাল চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১২টা পর মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ষাট দশকের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক কবি বেলাল চৌধুরী। তিনি ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ভারত বিচিত্রার সম্পাদক হিসেবে পনের বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাপ্তাহিক সন্দ্বীপ সম্পাদনা করেন। তিনি বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা কৃত্তিবাস পত্রিকায় কর্মরত ছিলেন।

তথ্যসূত্র : বাসস



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ