ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : ইসরাইল রাষ্ট্র অন্যায় ও অবৈধভাবে ফিলিস্তিনের মুক্তিকামী মুসলমানদের ওপর আক্রমণ করছে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বাংলাদেশকে তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক মানববন্ধনে এ আহ্বান জানান তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মাইম অ্যাকশন মুকাভিনয়ের মাধ্যমে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানায়। বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা বলেন, বিগত কয়েক বছরে তারা হাজার হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে। শিশুদেরকেও তারা রেহাই দিচ্ছে না। এ অবস্থায়  সমস্ত মুসলিম বিশ্বের উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। বাংলাদেশেরও উচিত তাদের সব ধরনের সহযোগিতা করা।

মানববন্ধনে ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী আল মামুন বলেন, মুসলমানরা আজ পৃথিবীতে একমাত্র নিষ্পেষিত জাতি। কিন্তু সমস্ত মুসলিম বিশ্বের নেতারা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না। আমরা সমগ্র বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানাই।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাশেদ বলেন, জাতিসংঘ একটি খেলা ঘরে পরিণত হয়েছে। তারা ফিলিস্তিনের ওপর হামলাকারী ইসরাইলদের কিছুই বলছে না। আন্তর্জাতিক একটি সংস্থা হয়ে তাদের কর্মকাণ্ড এখন প্রশ্নবিদ্ধ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মে ২০০৮/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়