ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ১৫ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : সাত ঘণ্টা পর দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এই তথ্য জানিয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ আগস্ট) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বর্তমানে নৌরুটে ছয়টি কে-টাইপ ও তিনটি মিডিয়াম ফেরিতে চলছে গাড়ি ও যাত্রী পারাপার।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজের বরাতে তিনি জানান, নৌরুটে নাব্য সংকটের কারণে মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোর সকাল সাড়ে ৫টার দিকে ৯টি ফেরি চলাচল করছে। ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরিগুলো চলছে। ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারের অপেক্ষায় ছিল। ফেরি চলাচল শুরু হওয়ায় অপেক্ষারত গাড়ির সংখ্যা ধীরে ধীরে কমছে।  

প্রসঙ্গত, অস্বাভাবিক পলি পড়ায় নাব্যতা সংকট তৈরি হয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে। নাব্যতা সংকট দূর করতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে খনন কাজ (ড্রেজিং) চলছে। তাই গত কয়েকদিন ধরেই হালকা যান নিয়ে ফেরি চলাচল করছে। খনন কাজ চলাকালীন ভারী যানবাহনকে এ নৌরুট এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।




রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়