ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সংসদ অধিবেশন বসছে ৯ সেপ্টেম্বর

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 সংসদ অধিবেশন বসছে ৯ সেপ্টেম্বর

সচিবালয় প্রতিবেদক : বর্তমান সরকারের বিদায়ী সংসদ অধিবেশন বসছে আগামী ৯ সেপ্টেম্বর। ওই দিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে।

রোববার সংসদে সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটি বৈঠক করে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করবে।

বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। ডিসেম্বরের শেষে একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে। আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। নির্বাচনকালীন দুই মাসের ব্যবধানে সংসদ অধিবেশন করার বাধ্যবাধকতা নেই। সে হিসাবে এটিই চলতি দশম সংসদের শেষ অধিবেশন হওয়ার সম্ভাবনা বেশি।

সাধারণত বছরের শুরুর অধিবেশন ও বাজেট অধিবেশন ছাড়া অন্য অধিবেশনগুলো সংক্ষিপ্ত সময়ের জন্য হয়ে থাকে। ২২তম অধিবেশন কত দিন চলবে, তা ৯ সেপ্টেম্বর অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে।

গত ১২ জুলাই শেষ হয় সংসদের ২১তম অধিবেশন। ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পাস হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়