ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাণিজ্য উন্নয়নে আগ্রহী থাইল্যান্ডের ব্যবসায়ীরা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য উন্নয়নে আগ্রহী থাইল্যান্ডের ব্যবসায়ীরা

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে বাণিজ্য উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন থাইল্যান্ডের ব্যবসায়ীরা।

সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনে পোশাক মালিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানায় বাংলাদেশ সফরত থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধিদল।

থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আইটিডি) নির্বাহী পরিচালক মানু সিথিপ্রাসাসানা বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা ভালো। আর্থ-সামাজিক অবস্থা ও জিডিপির প্রবৃদ্ধিও খুব ভালো। এ দেশে বিনিয়োগের পরিবেশ আছে, যা আমাদের আকৃষ্ট করেছে।

বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, থাইল্যান্ডের ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করেছে।

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ বিরাজ করছে। শুল্কমুক্ত সুবিধাও রয়েছে আমাদের দেশে। থাইল্যান্ড চাইলে সে সুযোগ গ্রহণ করতে পারে। থাইল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে আমরা তাদের সার্বিক সহযোগিতা করব। আমরা মনে করি, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অনেক বাড়ানো সম্ভব।

থাইল্যান্ডের ১৪ সদস্য বিশিষ্ট বাণিজ্য প্রতনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের ( আইটিডি) নির্বাহী পরিচালক মানু সিথিপ্রাসাসানা।



রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়