ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান’

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তারা আমাদেরই কারো না কারো ভাই-বোন বা আত্মীয়। সুতরাং প্রতবন্ধীদের  জন্য আমাদের দায়িত্ব রয়েছে।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে সুইড কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিবন্ধী নারী অধিকারবিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, চলমান কোটা সংস্কার প্রক্রিয়ায়  ১ম ও ২য় শ্রেণির চাকরিতে অসহায় প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সম্পূর্ণ কোটা তুলে নেওয়ার সময় এখনো হয়নি।

তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা পরীক্ষায় ভালো ফল করেও কেবল শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণেই ভাইভা থেকে বাদ পড়ে যান। সেক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য কোটা রাখলে, তা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সহায়ক হবে।

মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধীদের জন্য নেওয়া উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য সারা দেশে ১০৩টি প্রতিবন্ধী সহায়তাকেন্দ্র করা হয়েছে। হুইল চেয়ার, সাদা ছড়ি অনেকটা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এছাড়া, দেশব্যাপী প্রতিবন্ধীদের জন্য থেরাপি সেন্টার, অটিজম রিসোর্স সেন্টার করা হয়েছে। সাভারে প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ঢাকায় চারটিসহ সারা দেশে মোট ১১টি স্কুল ফর অটিজম স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি ৩২টি মোবাইল থেরাপি ভ্যান বর্তমানে ৬৪টি জেলায় চলমান রয়েছে। ঢাকার টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাধ্যমে মুক্তা পানি নামে স্বচ্ছ পানি উৎপাদন করা হচ্ছে। বর্তমানে মুক্তা পানি লাভজনক অবস্থায় রয়েছে। মুক্তা পানি বিক্রির লভ্যাংশের পুরো অর্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ব্যয় করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি।

এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, প্রতিবন্ধীবিষয়ক চিন্তাবিদ জুলিয়ান ফ্রান্সিস, নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশি কবির, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা-মিন-আরা, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়