ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘সরকার শিশু সুরক্ষায় অত্যন্ত আন্তরিক’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকার শিশু সুরক্ষায় অত্যন্ত আন্তরিক’

নিজস্ব প্রতিবেদক : বিক্ষিপ্তভাবে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও বর্তমান সরকার শিশু সুরক্ষায় অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।

মঙ্গলবার রাজধানীর মনিপুরি পাড়ায় পার্ক টাউন রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মীর শওকাত আলী বাদশা বলেন, শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাস শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন ধরনের ভূমিকা রাখছে। শিশুদের নিয়ে এএসডির কার্যক্রমের প্রশংসনীয়। ককাস সদস্যরা মাঠপর্যায়ে গিয়ে এএসডির কার্যক্রম মূল্যায়ন করতে চায়।

শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের সঙ্গে বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের (এএসডি) এ মতবিনিময় হয়।

অনুষ্ঠানে শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের সদস্য ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. ইয়াসিন আলী, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য বেগম জেবুন্নেছা আফরোজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।

এএসডির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. মোজাম্মেল হকের সভপতিত্বে ও পরিচালনায় মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন এএসডির ডিসিএইচআর প্রকল্পের ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শিশু হত্যা, নির্যাতন বেড়ে গেছে। শিশুদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা, নির্যাতন, শোষণ এবং শিশুপাচারের মতো ঘৃণ্য তৎপরতার অবসান ঘটাতে হবে। এককথায়, শিশুদের অধিকার প্রতিষ্ঠা না হলে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না।



রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়