ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরকারি হলো আরো ৪৩ মাধ্যমিক বিদ্যালয়

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৪ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি হলো আরো ৪৩ মাধ্যমিক বিদ্যালয়

সচিবালয় প্রতিবেদক : আরো ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে সরকার।

যেসব উপজেলায় সরকারি বিদ্যালয় ও কলেজ নেই সেখানে একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণের সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে এসব প্রতিষ্ঠান সরকারিকরণ বলে গণ্য হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে নতুন সরকারি হওয়া প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন ৪৩টিসহ মোট সরকারি বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮টি।

এর আগে ১৩ সেপ্টেম্বর ৪৪টি ও ২৮ আগস্ট ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়