ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা-মস্কো কমিশনের বৈঠক সোমবার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-মস্কো কমিশনের বৈঠক সোমবার

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ-রাশিয়ার মধ্যে আন্তঃসরকার কমিশনের প্রথম বৈঠক আগামীকাল সোমবার হতে যাচ্ছে। ২২ থেকে ২৪ অক্টোবর মস্কোতে গুরুত্বপূর্ণ এ বৈঠক হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, বৈঠকে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যথা দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি, ব্যাংকিং লেনদেন, তথ্য-প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, সামুদ্রিক মৎস্য আহরণ ও পারস্পরিক বৈদেশিক বিনিয়োগ সুবিধার বিভিন্ন খুঁটিনাটি দিক আলোচিত হবে।

সূত্র জানায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব কাজী শফিকুল আযমের নেতৃত্বে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলে রয়েছেন বাণিজ্য, পররাষ্ট্র, কৃষি, আইসিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

এতে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সিআইএস-বিসিসিআইয়ের (কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেস্টস- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ ডন যোগ দেবেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়