ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সিমিন হোসেন রিমি ও সাইমুম সরওয়ার কমল অংশ নেন।

কমিটি বাংলাদেশ সংবাদ সংস্থা বিল-২০১৮ বিস্তারিত আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করে এবং জাতীয় সংসদের চলমান বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত বাংলাদেশ বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের আত্নীকরণ করে তাদের চাকরি স্থায়ীকরণ ও পেনশন সংক্রান্ত কার্যক্রম দ্রুত নিস্পন্ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে তথ্য সচিব আবদুল মালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।                                                  

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়