ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খাদ্যে জনবল নিয়োগ: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্যে জনবল নিয়োগ: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সচিবালয় প্রতিবেদক : জনবল নিয়োগ নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর।

অধিদপ্তরের অধীন নন-গেজেটেড ২৪ ক্যাটাগরিতে ১ হাজার ১৬৬টি শূন্যপদ পূরণের লক্ষ্যে জনবল নিয়োগের জন্য গত ১১ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সোমবার খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত না হলেও কতিপয় দুষ্টচক্র ফেসবুকে পরীক্ষার তারিখ প্রচার করছে, যা দুরভিসন্ধি ও প্রতারণা কৌশল হতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খাদ্য অধিদপ্তরের নিয়োগের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত আছে। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আবেদনকারীকে সরাসরি মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং অধিদপ্তরের ওয়েবসাইটেও (www.dgfood.gov.bd) তা প্রকাশ করা হবে।

কোনো প্রতারকচক্রের অনৈতিক প্রলোভনে বিশ্বাস না করার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়