ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নির্বাচন পেছানোর সিদ্ধান্ত সোমবার : সিইসি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন পেছানোর সিদ্ধান্ত সোমবার : সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সব পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি আসছে। তবে নির্বাচন পেছানো হবে কি না তা আগামীকাল সোমবার জানা যাবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, কোন দল কি আবেদন করেছে, সে বিষয়ে আমি এখনো কিছুই জানি না। আগামীকাল সবকিছু জেনে সিদ্ধান্ত নেওয়া হবে যে নির্বাচন পেছানো হবে কি না।

এরপর সাংবাদিকদের আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তিনি নির্বাচন ভবন ত্যাগ করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ৮ নভেম্বর। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।



রাইজিংবিডি/ঢাকা/১১ নভেম্বর ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়