ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) অ্যাওয়ার্ড-২০১৮ পেয়েছে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

আইসিটি খাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মর্যাদাপূর্ণ পুরস্কার এটি।

সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প সমগ্র বাংলাদেশের ২ হাজার ৬০০ ইউনিয়নে গ্রামের সাধারণ মানুষের নিকট ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উচ্চ গতির ইন্টারনেট অবকাঠামো তৈরির স্বীকৃতি হিসেবে এ পুরস্কার লাভ করেছে।

জাপানে অনুষ্ঠিত অ্যাসোসিও ডিজিটাল সামিট, ২০১৮-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব গত ৮ নভেম্বর ২০১৮ পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

প্রসঙ্গত, এর আগে অ্যাসোসিও ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাসোসিও অ্যাওয়ার্ড-২০১০ দেওয়া হয়। এছাড়া, আইসিটি সেক্টরে অনন্য অবদান রাখায় বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে আজীবন অ্যাসোসিও সম্মাননা দেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়