ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজশাহীতে দেশের প্রথম সেলুনভিত্তিক পাঠাগারের যাত্রা

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে দেশের প্রথম সেলুনভিত্তিক পাঠাগারের যাত্রা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : অমর একুশে ফেব্রুয়ারি ভাষার মাসে যাত্রা শুরু করল দেশের প্রথম সেলুনভিত্তিক পাঠাগার।

রাজশাহীর কেন্দ্রীয় কিশোর পাঠাগার পরিচালিত পরীক্ষামূলকভাবে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের তেরখাদিয়া উপশহর এলাকায় সেলুন পাঠাগারের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।

সকালে নগরীর তেরখাদিয়া এলাকায় পরীক্ষামূলকভাবে ১০টি সেলুনে পাঠাগার স্থাপন করা হয়। কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাসিদুল হাসান, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, সমাজসেবক রবিউল ইসলাম, ব্যবসায়ী গাজী সারোয়ার জামিল, হীরা হেয়ার সেলুনের মালিক খালিদ হোসেন হীরা।

সেলুনভিত্তিক বইপড়া কর্মসূচির উদ্যোক্তা কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলী জানান, সেলুনে চুল দাড়ি কাটাতে এসে অনেকে অপেক্ষা করেন। অবসরের এ সময়ে বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ পাঠাগার স্থাপন করা হয়েছে।

সোহাগ জানান, সেলুনে যারা যাবেন তারা বিনামূল্যে বইপড়তে পারবেন। কেন্দ্রীয় কিশোর পাঠাগার রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩০০ সেলুনে এ ধরনের পাঠাগার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর, তেরখাদিয়া, বসুয়া, উপশহর নিউমাকের্ট, বিভাগীয় স্টেডিয়াম এলাকা, তেরখাদিয়া কলেজপাড়া এলাকায় ১০টি সেলুনে পরীক্ষামূলকভাবে সেলুন পাঠাগার কার্যক্রম শুরু হলো।



রাইজিংবিডি/রাজশাহী/২১ ফেব্রুয়ারি ২০১৯/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়