ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিরীন শারমিন চৌধুরী-আবদেলাতি হাবেক সাক্ষাৎ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিরীন শারমিন চৌধুরী-আবদেলাতি হাবেক সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে  মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদেলাতি হাবেক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মরক্কোর রাবাতে বাংলাদেশ হাউজে শুক্রবার সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতকালে তারা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, মরক্কোর সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদেলাতি হাবেক বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় তিনি অভিনন্দন জানান।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এস এম শাহজাদা এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি, মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়