ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘৭ মার্চের ভাষণের পর স্বাধীনতা ঘোষণার প্রয়োজন পড়ে না’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘৭ মার্চের ভাষণের পর স্বাধীনতা ঘোষণার প্রয়োজন পড়ে না’

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সঠিক ইতিহাসকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষণা নিয়ে এত কথা বলছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর স্বাধীনতা ঘোষণার প্রয়োজন পড়ে না।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, আমি যদি ঘোষণা দিবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়বা।’

শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে রেলমন্ত্রী বলেন, একটি চক্র ইতিহাস বিকৃতির চেষ্টা করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস একবার লেখা হয়েছে। তাহলে আমাদের দেশে কেন ইতিহাস বারবার লিখতে হবে। দুষ্টুচক্র থেকে আমাদের সচেতন হতে হবে। 

মন্ত্রী বলেন, বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। নতুন প্রজন্মই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাসিনা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য ড. মজিবুর রহমান হাওলাদার, ইউনুস আলী খন্দকার, মো. আতাউর রহমান, তাজুল ইসলাম, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ফারহানা খানম প্রমুখ।



রাইজিংবিডি /ঢাকা/২৬ মার্চ ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়