ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে ১ কোটি ৩ লাখ টন আলু উৎপাদন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে ১ কোটি ৩ লাখ টন আলু উৎপাদন

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এ বছর ১ কোটি ৩ লাখ টন আলু উৎপাদন হয়েছে, যা গত বছরের তুলনায় ৩০ লাখ টন বেশি।

আর ধানের উৎপাদন গত বছরের ১ কোটি ৪০ লাখ টনের স্থলে এবার উৎপাদন হয়েছে ১ কোটি ৫৩ লাখ টন।

আজ বৃহস্পতিবার সংসদে বিরোধীদলের সদস্য মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

কৃষিতে বাম্পার ফলনের কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এখন প্রতিমণ ধানের দাম ৬০০ থেকে ৬৫০ টাকা। যেখানে প্রতিমণ ধান উৎপাদনে কৃষকের খরচ হয় ৭০০ থেকে ৭৫০ টাকা। ফলে কৃষকের জন্য ধান উৎপাদন লাভজনক হচ্ছে না।

মন্ত্রী বলেন, উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশে রপ্তানি করার সুযোগ রয়েছে বিধায় সরকার কৃষকের উৎপাদন খরচে সমন্বয় করতে বিদেশে খাদ্য রপ্তানি করার চেষ্টা করছে।




রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/আসাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়