ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঈদ উপলক্ষে মে মাসের বেতন ২৮ মে

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদ উপলক্ষে মে মাসের বেতন ২৮ মে

বিশেষ প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের মে মাসের বেতন আগামী ২৮ মে দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা বিভাগ থেকে রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।

একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মে মাসের অবসর ভাতাও ২৮ মে দেওয়া হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে যে, আগামী ৫ জুন তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সমারিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের মে মাসের বেতন ২৮ মে দেওয়া হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মে মাসের অবসর ভাতাও ২৮ মে দেওয়া হবে।

বাংলাদেশ ট্রেজারি রুলস এর এসআর ১১৩(২) প্রদত্ত ক্ষমতা বলে এ আদেশ জারি করা হয়েছে। অর্থ বিভাগের যুগ্ম-সচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত সার্কুলারটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হিসাব মহানিয়ন্ত্রক ও কম্পট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে অনুলিপি দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়