ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্বাচনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছে ইসি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন ও চলমান উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশনের সচিবালয়ের বাজেট শাখার সিনিয়র সহকারী সচিব এনামুল হক জানান, জাতীয় সংসদ নির্বাচন ও চলমান উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্তদের ২ কোটি ৫২ লাখ সহায়তা দিয়েছে ইসি।

তিনি জানান, উপজেলা নির্বাচনে মারা গেছেন ১৩ জন। যাদের পরিবারকে দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা। আর আহত ৬৯ জনকে বিভিন্ন ধরনের সহায়তা হিসেবে মোট ৬৮ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে নিহত সাতজনের পরিবারকে দেওয়া হয়েছে ৭০ লাখ টাকা। আর আহত ১৮ জনকে মোট ১৩ লাখ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে গত ১৮ মার্চ। রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ভোট শেষে সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা ব্রাশফায়ার করে। এতে প্রিজাইডিং অফিসারসহ নিহত হন সাতজন।



রাইজিংবিডি/ ঢাকা/২৭ মে ২০১৯/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়