ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সংসদ অবৈধ হলে এলেন কেন’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সংসদ অবৈধ হলে এলেন কেন’

সংসদ প্রতিবেদক: বিএনপি বর্তমান জাতীয় সংসদকে অবৈধ বলায় বিএনপির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রোববার জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সমালোচনা করেন তিনি।

বিএনপির সাংসদ রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে অনেকে বলছেন সংসদ অবৈধ। অবৈধ হলে এলেন কেন? কেউ চরণ ধরে সাদাসাধি করেছে- এমন তো নয়। এসেছেন, এখন গণতন্ত্রের চর্চা করলে ভালো কথা। কিন্তু অবৈধও বলবেন, আবার শপথও নেবেন, সব সুযোগ সুবিধা নেবেন। আপনাদের বক্তব্য শুনে মনে হয়, জলে নামব কিন্তু জল ছোঁব না, আমার মাথার বেণি শুকিয়ে রবে, চুল ভেজাব না। মাথার বেণি ঠিক রেখে চুল না ভেজানোর গণতন্ত্রের চ্যালেঞ্জ করছেন। সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।’

তিনি আরো বলেন, ‘আজ কেউ কেউ উন্নয়ন দেখে না। ওনারা চোখ থাকতে অন্ধ। ওনারা পদ্মাসেতু দেখেন না, জীবনযাত্রার মান উন্নয়ন, গড় আয়ু বৃদ্ধি, মাথাপিছু আয়, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি- এসব তারা কিছুই দেখেন না। তারা এসব কিছু না দেখলেও দেশের জনগণের কিছু আসে যায় না। দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে।’

সম্পূরক বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘আমি যখন কৃষিমন্ত্রী ছিলাম কিছুটা কিপটা, তাই খরচ কমিয়ে করেছি। কিন্তু বিজ্ঞানচর্চায় খরচের কোনো কমতি ছিল না।’

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘দেশের নির্বাচনী কর্মযজ্ঞ হিসাব করলে দেখা যায়, তাদের খরচ অমূলক নয়। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচন, সবশেষে একাদশ সংসদ নির্বাচন করেছে। এসব নির্বাচনকে অনেকেই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর কৌশলী ও সহনশীল নেতৃত্বের কারণে বিরোধী দল শুধু সংসদেই আসেনি, সংসদে এসে কথাও বলছে।’

তিনি বলেন, ‘আদমজী জুট মিল বন্ধ করে দেয়া হয়েছে, জুট মিলগুলোর অবস্থা ভালো না। জুট মিলগুলোকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী কাজ করছেন। উন্নয়ন কাজে টাকা যদি বেশি খরচ হয়ে যায় আমি সেটা অন্যায় মনে করি না। সংসদ নিশ্চয়ই সেটা অনুমোদন দেবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়