ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বাংলাদেশ ৩৮ দেশে জিএসপি সুবিধা পাচ্ছে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাংলাদেশ ৩৮ দেশে জিএসপি সুবিধা পাচ্ছে’

সংসদ প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সংসদে জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ ৩৮টি দেশে জিএসপি সুবিধা পাচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ দেশগুলোর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৮টি এবং অন্যান্য দেশগুলোর মধ্যে অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, তুরস্ক, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা ও চিলি রয়েছে।’

তিনি আরো জানান, জিএসপি সুবিধার আওতায় রুলস অব অরিজিন শিথিলসহ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী সময়ে বিদ্যমান শুল্ক সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশ মিশনগুলো সংশ্লিস্ট দেশের সঙ্গে সক্রিয় যোগাযোগ রক্ষা করে থাকে।

মন্ত্রী জানান, জিএসপি সুবিধাপ্রাপ্ত দেশসমূহে রপ্তানি সম্ভাবনা থাকা সত্ত্বেও রপ্তানি আশানুরূপ বৃদ্ধি না পেলে বিদেশে অবস্থিত বাণিজ্য মিশনগুলো সভা, সেমিনার ও মেলাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উক্ত দেশের ব্যবসায়ীদেরকে অবহিত ও উদ্বুদ্ধ করে থাকে। এছাড়া বাংলাদেশে থেকে ইস্যুকৃত জিএসপি সনদ সম্পর্কিত কোন সমস্যা দেখা দিলে সেইসব বিষয়ে বাণিজ্য মিশনগুলো মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অন্যান্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করে থাকে।



রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়