ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘রাস্তা প্রশস্ত করতে হলে মাস্টার প্ল্যান করতে হবে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাস্তা প্রশস্ত করতে হলে মাস্টার প্ল্যান করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে আন্ত:জেলা কানেকটিভিটি সহজতর করার জন্য কোন কোন রাস্তা প্রশস্ত করতে হবে তার একটি মাস্টার প্ল্যানসহ কয়েকটি অনুশাসন দিয়েছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেকের সভায় এই নিদের্শ দেন সরকার প্রধান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের সামনে বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অবশ্য পালনীয়। আমরা এগুলো মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠাই। এগুলোকে আমরা ফলো করবো। অনুশাসনের ফাইল থাকবে যেখানে সব অনুশাসন থাকবে। কবে কোন অনুশাসন দেয়া হয়েছে সেটা উল্লেখ থাকবে। মাঠে যাওয়ার পর কী পর্যায়ে আছে, এটা বিলিন হয়ে গেছে কি না- এটা দেখতে হবে। এটা ক্লিয়ার থাকবে, সব অনুশাসন থাকবে।’

সারাদেশে আন্ত:জেলা কানেকটিভিটি সহজতর করার জন্য কোন কোন রাস্তা প্রশস্ত করতে হবে তার একটি মাস্টার প্ল্যান করার নির্দেশের কথা জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা বসে সব সড়ক সার্ভে কর। সার্ভে করে কোন কোনগুলো স্থায়ীভাবে থাকবে এবং কোন কোনগুলো একদম গ্রামের ভেতর দিয়ে হবে। এগুলোর একটা সমন্বিত কৌশল নির্ধারণের একটা আদেশ তিনি দিয়েছেন। আশা করি, এ বিষয়ে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় থেকেও সহযোগিতা থাকবে।’

২২৮ কোটি টাকা ব্যায়ে অফিসার্স ক্লাব, ঢাকা প্রাঙ্গণে বহুতল ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেকে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন হলো, অফিসার্স ক্লাবের বিল্ডিং করতে গিয়ে যেন পার্বত্য চট্টগ্রামের বিল্ডিং-এর ভিউ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৭৯ কোটি টাকা ব্যায়ে সন্ত্রাসবাদ মোকাবেলা ও জননিরাপত্তা নিশ্চত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প সম্পর্কে আলোচনায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, ‘আমাদের দেশে বিদেশিরা যে সব জায়গায় কাজ করে তাদের নিরাপত্তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।’

এছাড়া দেশের সকল জেলার সরকারি অফিস ভবনের নকশা একইরকম করার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শুধু ছোট ও বড় জেলা এ বিষটি বিবেচনায় নিতে হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন তিন ধরনের ক্যাটাগরির তালিকা করেন ছোট, মাঝারি এবং বড়। কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার যেন একই থাকে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সকল ব্রিজ, কালভার্ট সার্ভে করতে হবে যে, সেটা ঠিক আছে কি না।’ এছাড়া যেসব নড়বড়ে সেতু আছে সেগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন প্রকল্প নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, এই রকম হাওরে তো সিটি করপোরেশন হতে পারে না। সিটি করপোরেশনের একটা উন্নতমানের ব্যবহার হতে হবে।’

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তাগুলো প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৮২৮ কোটি টাকা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়