ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারপ্রাপ্ত সচিব পদে তিনজনের পদোন্নতি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারপ্রাপ্ত সচিব পদে তিনজনের পদোন্নতি

সচিবালয় প্রতিবেদক : তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিয়ামের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিনকে অবসরে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তমিজুল ইসলাম খানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের ১২ নম্বর আইন) এর ৪ ধারা মতে অবসর প্রদান করা হলো।

আদেশে বলা হয়, তার অনুকূলে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। বিধি অনুসারে তিনি অবসর ও অবসরোত্তর সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়