ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিশ্ব একাদশে তামিম ইকবাল

ইএইচ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২৯ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব একাদশে তামিম ইকবাল

তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের দুইশত বছর উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও বিশ্বের আর সব দলের ক্রিকেটার নিয়ে গড়া ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ দলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচে একমাত্র বাংলাদেশি হয়ে অংশ নিবেন তামিম ইকবাল খান। রেস্ট অব দ্য ওয়ার্ল্ড দলে খেলবেন চট্টগ্রামের এই তারকা। শচীন টেন্ডুলকার এমসিসির নেতৃত্ব দেবেন। এই দলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ব্রায়ান লারাও।
রেস্ট অব দ্য ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিবেন শেন ওয়ার্ন। তামিম লর্ডসের অনার বোর্ডে জায়গা করে নিয়েছেন তার অনবদ্য ১০৩ রানের ইনিংসে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে লর্ডসে শতকটি হাঁকান তামিম।

রেস্ট অব দ্য ওয়ার্ল্ড : শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া, অধিনায়ক), শহিদ আফ্রিদি (পাকিস্তান), টিনো বেস্ট (ওয়েস্ট ইন্ডিজ), তামিম ইকবাল (বাংলাদেশ), পল কলিংউড (ইংল্যান্ড), এডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরলিধরন (শ্রীলংকা), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), বিরেন্দার শেবাগ (ভারত), পিটার সিডল (অস্ট্রেলিয়া), যুবরাজ সিং (ভারত)।

এমসিসি : শচিন টেন্ডুলকার (ভারত, অধিনায়ক), সাঈদ আজমল (পাকিস্তান), শিব নারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ), রাহুল দ্রাবিড় (ভারত), এ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), উমর গুল (পাকিস্তান), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), ব্রেট লি (অস্ট্রেলিয়া), ক্রিস রিড (ইংল্যান্ড), শন টেইট (অস্ট্রেলিয়া), ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)।

 

রাইজিংবিডি/২৯ মে ২০১৪/ইএইচ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়