ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফাও খাদক দমনসহ চার দফা দাবি ছাত্র ইউনিয়নের

আশরাফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৯ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাও খাদক দমনসহ চার দফা দাবি ছাত্র ইউনিয়নের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিবেদক : ক্যান্টিনে ফাও খাদক দমন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ক্যান্টিন পরিচালনাসহ চার দফা দাবিতে দুই ঘণ্টা ক্যান্টিন বয়কট কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি শেষে ক্যান্টিনের সামনে বক্তব্য রাখেন জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম সজিবের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার, জবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আল-আমিন, অর্থ সম্পাদক অভি চৌধুরি পার্থ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাও খাওয়ার আবদার সুষ্ঠুভাবে ক্যান্টিন পরিচালনায় অন্যতম প্রধান অন্তরায়। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে ক্যান্টিন পরিচালনার দাবি জানান তারা।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৪/আশরাফুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়