ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাংনী পৌর মেয়রকে অপসারণের নির্দেশ

মহাসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৯ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাংনী পৌর মেয়রকে অপসারণের নির্দেশ

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীকে অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। পৌর আইন অমান্য করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত মন্ত্রণালয়ের এক ফ্যাক্স বার্তার মাধ্যমে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয়।

পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজে মেয়রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখার সিনিয়র সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় মেয়র আহম্মেদ আলীকে অপসারণের নির্দেশনা দেওয়া হয়।

তবে অভিযোগ ষড়যন্ত্রমূলক দাবি করে মেয়র আহম্মেদ আলী বলেন, আদেশের বিরুদ্ধে আইনি লড়াই করা হবে।  

 

রাইজিংবিডি/মেহেরপুর/২৯মে২০১৪/মহাসিন আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়