ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের সংবাদ সন্মেলন

এস বাসু দাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৪ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের সংবাদ সন্মেলন

বান্দরবানে আওয়ামী লীগের সাংবাদিক সন্মেলন

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলার আলীকদমসহ বিভিন্ন উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ও তাদের ভোটার তালিকায় অন্তভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।

বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, সহসভাপতি শফিকুর রহমান এবং লক্ষীপদ দাশ।

এ সময় বক্তারা আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ এবং উপজেলা চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তুর্ভূক্তিতে সহযোগিতা করার অভিযোগ করেন।

বক্তারা আরো বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ যদি ঠেকানো না যায় তাহলে, বান্দরবান পার্বত্য জেলার বসবাসরতদের এক সময় নিজ ভূমি ছেড়ে পালিয়ে যেতে হবে।

এই ব্যাপারে পরে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা আওয়ামী লীগ নেতারা।

উল্লেখ্য, বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলার বিশেষ করে নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় মিয়ানমারের রোহিঙ্গারা অবৈধভাবে অনুপ্রবেশ করে বসবাস করে আসছে।

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৪/এস বাসু দাশ/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়