ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নূর হোসেনের গ্রেপ্তারের ব্যাপারে সরকার কিছু জানে না : আশরাফ

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ১৬ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নূর হোসেনের গ্রেপ্তারের ব্যাপারে সরকার কিছু জানে না : আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেনের ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়ে সরকার কিছুই জানে না।

রাজধানীর খামারবাড়িতে জাতীয় ফল প্রদর্শনী-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোমবার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নূর হোসেনের গ্রেপ্তারের খবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার জানে না। সরকার যেটুকু জেনেছে তা গণমাধ্যমের মাধ্যমে। সকাল নয়টায় ফল প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম। সৈয়দ আশরাফ তার বক্তব্যে আরো বলেন, কৃষি একসময় অবহেলিত পেশা ছিল, এখন তা নেই।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আমাদের এখানে পরিকল্পিতভাবে ফল উত্পাদন করা সম্ভব হলে, সেখান থেকে পুষ্টির সব উপাদান আসবে। আমাদের বিদেশি ফলের দিকে ঝোঁকার প্রবণতা আছে, সেটা কমাতে হবে। ফলের রক্ষণাবেক্ষণ সমস্যা সম্পর্কে কৃষিমন্ত্রী আরো বলেন, ফলের রক্ষণাবেক্ষণের ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৪/এনআর/এএম/এএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ