ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বরখাস্ত হলেন ইউজিসি কর্মকর্তা

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ২২ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরখাস্ত হলেন ইউজিসি কর্মকর্তা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোগো

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামানকে ঘুষ নেওয়ার অপরাধে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি ১৯৮৫-এর ধারা ১১(১) অনুযায়ী ফেরদৌস জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।

পাশাপাশি এই বিষয়ে তদন্ত করে দেখার জন্য ইউজিসির সদস্য আতফুল হাই শিবলীকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের অপর দুজন হলেন ইউজিসির সদস্য আবুল হাশেম ও মো. আখতার হোসেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৪/মিথুন/ইভা  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়