ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাহাড়েও ‘পাখি’

বিজয় ধর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫০, ২২ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাহাড়েও ‘পাখি’

বনরূপা শহরের একটি দোকানে ‘পাখি’ থ্রি-পিসটি দেখাতেই এই তরুণীর চোখেমুখে খুশির আভা ফুটে উঠল (ছবি : বিজয় ধর)

রাঙামাটি প্রতিনিধি : পাহাড়েও পাখি! পাখি এখন সারা দেশের ঈদ মার্কেটের দোকানগুলোতে। দেশে এবার এ কোন পাখির আগমন ঘটল, রাঙামাটিতেও যার জয়জয়কার। অবাক হবেন না। যে পাখির কথা বলা হচ্ছে, সেটা হলো ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের নায়িকা চরিত্রে অভিনীত পাখির কথা বলা হচ্ছে। কিন্তু সেই পাখি আসেনি। এসেছে পাখি নামে খ্যাত পাখি পোশাক।

এবারের ঈদের বাজারে পার্বত্য জেলা রাঙামাটির প্রতিটি শপিং মলে জনপ্রিয় পাখি পোশাকের বেশ কাটতি রয়েছে। রাঙামাটি শহরের বনরূপায় ঈদের বাজার করতে আসা সরকারি চাকরিজীবী আবদুল করিম বলেন, ‘আমি আমার মেয়েকে ঈদে পরার জন্য জামা কিনে দিয়েছি। কিন্তু সে বায়না ধরেছে তাকে পাখি পোশাক কিনে দিতে হবে। পাখি না কিনে দিলে সে ঈদে কোথাও বেড়াতে যাবে না।’

এদিকে, বনরূপা আলিফ মার্কেটের লাকী ক্লথ স্টোরের মালিক জামাল উদ্দিন বলেন, এবারের ঈদের বাজারে শাড়ির চেয়েও এই থ্রি-পিসটি বেশি বিক্রি হচ্ছে। একটি পাখি থ্রি-পিস ২ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এখানে পাঁচ থেকে ২০ বছরের মেয়েরা এ পোশাকটি বেশি কিনছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৪/বিজয় ধর/রণজিৎ/এএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়