ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্যামেরুনের উপপ্রধানমন্ত্রীর স্ত্রী অপহৃত

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৭ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যামেরুনের উপপ্রধানমন্ত্রীর স্ত্রী অপহৃত

বোকো হারাম জঙ্গি

ডেস্ক রিপোর্ট : আফ্রিকার দেশ ক্যামেরুনের উপপ্রধানমন্ত্রী আমাদু আলির স্ত্রীকে অপহরণ করেছে বোকো হারাম জঙ্গিরা। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কোলোফাটা শহরে আমাদু আলির বাড়ি থেকেই তার স্ত্রীকে অপহরণ করা হয়। এ সময় জঙ্গিদের হামলায় অন্তত তিনজন নিহত হয়।

এ ছাড়া, স্থানীয় ধর্মীয় নেতা ও মেয়র সেইনি বকর লামিনের বাড়িতে হামলা চালিয়ে তাকে অপহরণ করে বোকো হারাম।

ক্যামেরুনের তথ্যমন্ত্রী ইসা চিরোমা সংবাদ মাধ্যমের কাছে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, উপপ্রধানমন্ত্রী আমাদু আলির বাড়িতে ব্যাপক হামলা চালিয়েছে বোকো হারাম। এটা দুর্ভাগ্যজনক যে, জঙ্গিরা উপপ্রধানমন্ত্রীর স্ত্রীকে ধরে নিয়ে গেছে। তারা ধর্মীয় নেতার বাড়িতেও হামলা চালিয়ে তাকে অপহরণ করেছে।’   

এর আগে, গত মে মাসে ক্যামেরুনের উত্তরাঞ্চল থেকে ১০ চীনা নাগরিককে অপহরণ করে বোকো হারাম।
সম্প্রতি ক্যামেরুন সীমান্তে সে দেশের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে বোকো হারাম। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তারা দুই দফা হামলা চালিয়ে চার ক্যামেরুনিয়ান সেনাকে হত্যা করে।  

নাইজেরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন বোকো হারামকে ঠেকাতে সীমান্তে এক হাজারেরও বেশি সেনা বাড়িয়েছে ক্যামেরুন।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রায় ১২ বছর ধরে লড়াই করছে বোকো হারাম। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত শত শত নাইজেরিয়ানকে হত্যা করেছে এ জঙ্গি সংগঠনটি। সম্প্রতি ডামবোয়া শহর দখল করে বোকো হারাম।

গত এপ্রিলে ২৭০ জন স্কুলছাত্রীকে অপহরণ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয় বোকো হারাম।

তথ্যসূত্র : আল-জাজিরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৪/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়