ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনায় হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের টেস্ট ম্যাচ

রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ৭ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের টেস্ট ম্যাচ

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের লোগো

আব্দুল্লাহ এম রুবেল : অবশেষে টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজে একটি টেস্ট ম্যাচের জন্য বিবেচনায় রাখা হয়েছে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামকে। ইতিমধ্যে সূচি ঘোষণা করলেও খুলনায় টেস্ট ভেন্যুর জন্য তাতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

আগামী ১১ আগস্ট খুলনায় ভেন্যু পরিদর্শনে আসবেন বিসিবি কর্তারা। ভেন্যু, উইকেট, আবাসন ও যাতায়াত সুবিধা আইসিসি’র চাহিদা অনুযায়ী নিশ্চিত করতে পারলেই অক্টোবরেই দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ দেখতে পারবে খুলনাবাসী। এরই মধ্যে ভেন্যু প্রস্তুতির মৌখিক নির্দেশনা পেয়েছেন স্টেডিয়ামের কর্মকর্তারা।

তবে এবার চূড়ান্ত ভেন্যু নিশ্চিতে খুলনা-যশোর মহাসড়ক একাংশের বেহাল অবস্থা কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আগামী অক্টোবরে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। সফরে মুশফিকদের বিপক্ষে ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এ ছাড়া রয়েছে একটি প্রস্তুতি ম্যাচও।

গত ১৫ জুলাই বিসিবি ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু রেখে সূচি চূড়ান্ত করে। যেখানে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচের ভেন্যু হিসেবে চট্টগ্রাম রাখা হয়। কিন্তু এতে আপত্তি জানায় আইসিসি। আইসিসি’র নিয়ম অনুযায়ী একই সিরিজের পরপর দু’টি টেস্টে একই ভেন্যুতে হতে পারবে না। ফলে তৃতীয় টেস্ট ভেন্যু খুঁজতে থাকে বিসিবি। এরপর খুলনার ক্রীড়া সংগঠকরা বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ সোহেল ক্রিকেট বোর্ডে খুলনায় টেস্ট ভেন্যুর প্রয়োজনীয়তা ও সম্ভাব্যতার কথা জানান। এরপরই খুলনায় ভেন্যু করার ব্যাপারে তোড়জোড় শুরু হয়। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ নভেম্বর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে খুলনায়।

এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ অক্টোবর থেকে প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অতিথিরা। বিসিবি’র মিডিয়া উইংয়ের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ খুলনায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বড় বাধা খুলনার আবাসন সুবিধা। আগামী ১১ আগস্ট আমরা খুলনায় এসে ভেন্যু ও হোটেল পরিদর্শন করবো। তারপরেই নির্ধারণ করা হবে খুলনায় ম্যাচ হবে কি না। একই সাথে যশোর থেকে খুলনায় আসার পথে যাতায়াত ব্যবস্থাও সম্পূর্ণ ঠিক থাকতে হবে।’

একই রকম কথা বলেছেন বিসিবি’র পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শেখ সোহেল। তিনি বলেন, ‘পরবর্তীতে আমি বোর্ড প্রেসিডেন্টকে বোঝাতে সক্ষম হয়েছি, খুলনায় ম্যাচ হওয়ার মতো সব সুবিধাই আছে। আমাদের ভেন্যু ঠিক আছে, তবে হোটেল ও যাতায়াত ব্যবস্থায় বিসিবি পরিদর্শক দলকে সন্তুষ্ট করতে হবে। তিনি বলেন, ‘এরই মধ্যে হোটেল সিটি ইনসহ কয়েকটি হোটেলের সাথে যোগাযোগ করেছি। আশা করছি আবাসন ব্যবস্থায় সমস্যা হবে না।’

খুলনা-যশোর রোডের বেহাল দশা নিয়ে তিনি বলেন, ‘আমি আজকালের মধ্যে যোগযোগমন্ত্রীর সাথে যোগাযোগ করে এ রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করার কথাও জানাবো।

খুলনায় টেস্ট ম্যাচ হওয়ার ক্ষেত্রে আরেকটি বড় বাধা আবাসন সুবিধা। তবে প্রায় দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুলনায় দু’দলকে রাখা হোটেল সিটি ইন কর্তৃপক্ষ দাবি করেছে এবার পুরোপুরি প্রস্তুত আছে হোটেল সিটি ইন। সিটি ইন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে ম্যাচ রেফারি ডেভিড বুন যে অবজারভেশনগুলো আমাদের দিয়ে গিয়েছিলেন, ‘এরই মধ্যে আমরা তার ৯০ শতাংশ পূরণ করেছি। আমরা নিজস্ব জিম ও সুইমিংপুলও নির্মাণ করেছি। বিসিবি থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিলো জানিয়ে তিনি বলেন, ‘আশা করি হোটেল পরিদর্শন করে তারা ইতিবাচক সাড়াই দিবেন।’
 
এদিকে সড়ক বিভাগ সূত্র জানায়, নওয়াপাড়া বাজারে কাছে ৩ কিলোমিটার রাস্তা ভাঙ্গাচোরা ছিল। এর মধ্যে ১.৪ কিলোমিটার রাস্তার কার্পেটিং করা হয়েছে। বাকী ১.৬ কিলোমিটার রাস্তা এখনও ভাঙ্গাচোরা রয়ে গেছে। তবে ওই স্থানে ইট দিয়ে উঁচু করে গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী জানান, বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না। বৃষ্টির পানিতে বিটুমিন উঠে যাওয়ায় টেকসই কাজ করা সম্ভব হচ্ছে না। তবে ২২ ডিসেম্বরের মধ্যে ওই কাজ শেষ করা হবে।’
 
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খুলনায় ভেন্যু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় প্রস্তুতি নিতে শুরু করেছে ভেন্যু কর্তৃপক্ষও। ইতিমধ্যে তারা মৌখিক নির্দেশনাও পেয়েছেন। ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি বলেন, ‘মাঠ ও উইকেট পুরোপুরি প্রস্তুত আছে। অল্প কিছু ত্রুটি আছে যেগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে। এ ছাড়া ইলেকট্রনিক্স স্কোর বোর্ড ও জায়ান্ট স্ক্রীনও সংশ্লিষ্ট টেকনিশিয়ান ঢাকা থেকে এসে ঠিক করবেন। সব মিলিয়ে খেলা হলে তার পুরো প্রস্তুতিই তাদের আছে বলে এ কর্মকর্তা দাবি করেন।’

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৪/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়