ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৯ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

মাওয়া চৌরাস্তা লঞ্চঘাট (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগপূর্ণ  আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের কাওড়াকান্দি রুটে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে,  দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল রয়েছে। এ অবস্থায় যাত্রী পরিবহণে ব্যবহৃত স্পিডবোট ও লঞ্চ চলাচল নিরাপদ নয়। এ জন্য দুপুর ১২টা থেকে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে রাখা হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচল করা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ফেরিতে গাদাগাদি করে নদী পার হতে হচ্ছে তাদের।

এর আগে গত সোমবার প্রায় ৩০০ যাত্রী নিয়ে মাওয়া ঘাটের অদূরে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ। ছয় দিনেও লঞ্চটির হদিস মেলেনি। ওই লঞ্চে থাকা ৪১ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শতাধিক যাত্রী এখনো নিখোঁজ। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে।


 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৪/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়