ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১০ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলহাজত (ফাইল ফটো)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে একটি হত্যামামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত অখিল চন্দ্র সরকার গাজীপুরের কাপাসিয়া উপজেলার বানরহাওলা গ্রামের মৃত যোগেশ চন্দ্র সরকারের ছেলে।

রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মনির কামাল এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের ১২ জুলাই জমিসংক্রান্ত বিরোধের জেরে কাপাসিয়ার বানরহাওলা গ্রামের গিয়াস উদ্দিন সরকার খুন হন। পরে তার ছেলে মাহফুজুল হক দেলোয়ার বাদী হয়ে ১০ জনকে আসামি করে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। পরে কাপাসিয়া থানার ওসি শামসুল কবির তদন্ত শেষে ১৯৯৭ সালের ৭ মে ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আসামীপক্ষ না রাজি দিলে মামলাটি সিআইডির পরিদর্শক সামসুদ্দিন তদন্ত করে ১৯৯৮ সালের ২৮ নভেম্বর ফের আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামীরা হলেন-অখিল চন্দ্র সরকার, একই এলাকার মনমোহন চন্দ্র সরকারের অনিল চন্দ্র সরকার, মহেন্দ্র চন্দ্র সরকারের ছেলে সচিন্দ্র চন্দ্র সরকার।

পরে ১৭ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অখিল চন্দ্র সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেন।

অপর আসামী অনিল চন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত। এ ছাড়া মামলা চলাকালীন সময় অন্য আসামি সচিন্দ্র চন্দ্র সরকার মারা যান।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মাহবুবুল আলম-১ এবং আসামি পক্ষে হুমায়ুন কবীর মামলাটি পরিচালনা করেন।

 

রাইজিংবিডি/গাজীপুর/১০ আগস্ট ২০১৪/হাসমত আলী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়