ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছয় মাস পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১০ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছয় মাস পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো

অর্থনৈতিক প্রতিবেদক : ছয় মাস পর ডিএসইতে সর্বোচ্চ ৭৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে। সপ্তাহের প্রথম দিন শেয়ার বাজারে লেনদেন ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে। সূচক ও লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারেই।

রোববার দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪,৫৩০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

রোববার ডিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টির দাম বেড়েছে, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসই’র রোববারের লেনদেন বৃহস্পতিবারের চেয়ে ১৭৬ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৫৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেন শেষে সার্বিক মূল্যসূচক ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৫২ পয়েন্টে। ২২৮টি প্রতিষ্ঠানের ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৬টির দাম বেড়েছে। কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে ৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৪/মামুন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়