ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অরাজকতার পাঁয়তারা হলে কঠোরভাবে দমন : নাসিম

অদিত্য || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১১ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অরাজকতার পাঁয়তারা হলে কঠোরভাবে দমন : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ফটো)

সিরাজগঞ্জ প্রতিনিধি : রাজনীতির নামে নেতিবাচক জ্বালাও-পোড়াও কর্মসূচি পরিহার করে দল গুছিয়ে ২০১৯ সালের নির্বাচনের জন্য বিএনপিকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘মাথা ঠান্ডা রাখুন। আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হলে প্রশাসন দিয়ে তা কঠোরভাবে দমন করা হবে।’

খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে রাজনৈতিকভাবে মারাত্মক ভুল করেছেন- উল্লেখ করে নাসিম বলেন, ‘এই ভুলের মাশুল বিএনপিকেই দিতে হবে।’

সোমবার বিকেল ৫টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করে আবারও জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এখন বিশ্বের বুকে মর্যাদাশীল জাতি ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।’

বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম চিশতীর সভাপতিত্বে সমাবেশে সারা দেশ থেকে ৩ হাজারেরও বেশি ফার্মাসিস্ট ও টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএমএর কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সালান। এ ছাড়া আরো বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আব্দুল হক, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল ইসলাম, ম্যাটসের অধ্যক্ষ ডা. আবু আহমেদ শহীদুল্লাহ, সিভিল সার্জন ডা. শামসুদ্দীন, ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম, টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলমাছ আলী খান, শহীদুল ইসলাম রন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন মামুন।

সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে গ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও সরকারের অঙ্গীকার পূরণ করা হয়েছে। চিকিৎসক এবং চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ফার্মাসিস্ট টেকনোলজিস্টদের নিজ নিজ দায়িত্ব পালনে যত্নবান হতে হবে।’

দায়িত্ব অবহেলা, অনিয়ম মেনে নেওয়া হবে না- হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা দান বর্তমান সরকারের অঙ্গীকার। তা ব্যর্থ হতে দেওয়া হবে না।’

 

রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৪/অদিত্য/সাইফুল/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়