ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইনার্জি ড্রিংক ‘টাইগার’ ভেবে বিষপান, শিশুর মৃত্যু

গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০২, ১৫ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইনার্জি ড্রিংক ‘টাইগার’ ভেবে বিষপান, শিশুর মৃত্যু

সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার খেরুয়াবাড়ী গ্রামে সুবর্ণা বিশ্বাস (৯) নামের এক শিশু দুর্ঘটনাক্রমে বিষপানে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে কোমল পানীয় টাইগার ভেবে সে বোতলের মধ্যে থাকা বিষ পান করলে এ দুর্ঘটনা ঘটে।

সুবর্ণা ওই গ্রামের অজিত বিশ্বাসের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণার বাবা ইনার্জি ড্রিংক টাইগারের বোতলে কৃষি কাজে ব্যবহারের জন্য বিষ ভরে রেখেছিল। বিদ্যালয় থেকে এসে সুবর্ণা ঘরের মধ্যে থাকা বিষ কোমল পানীয় ভেবে পান করে। মুহূর্তেই শরীরের মধ্যে বিষক্রিয়া শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১৫ আগস্ট ২০১৪/গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়