ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে উৎপাদন করুন যেখানে ইচ্ছা বেচুন : বিশ্বকে মোদি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১৫ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে উৎপাদন করুন যেখানে ইচ্ছা বেচুন : বিশ্বকে মোদি

নয়াদিল্লির লাল কেল্লায় ভাষণ দিচ্ছেন মোদি (ছবি : এনডিটিভি)

ডেস্ক রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের প্রতি উদাত্ত আহ্বান রেখে বলেছেন, আসুন, ভারতে আসুন। ভারতে প্রয়োজনীয় জিনিস তৈরি করুন। এখানে উৎপাদন করুন আর যেখানে ইচ্ছা বিক্রি করুন।

ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির লাল কেল্লায় শুক্রবার ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি এসব কথা বলেন।

তিনি উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান, আপনারা ভারতে আসুন। আমাদের মেধা ও দক্ষতা দুই-ই আছে। আপনাদের কাজে লাগবে।

এবারের স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় মোদি বুলেট-প্রুফ গ্লাস ছাড়াই মঞ্চে দাঁড়িয়েছেন। যার মাধ্যমে বহু বছরের প্রথাকে ভেঙেছেন তিনি।

 

বৃহস্পতিবার সকালে লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এদিন আরেকটি রেকর্ড হয়েছে, স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময় মোদির সামনে উপস্থিত ছিলেন ১০ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী।

মোদির ভাষণে আরো যেসব বিষয় উঠে আসে তা হলো : যুব সমাজের জয়গান, ধর্ষণ প্রতিরোধে সচেতনতা, আমলা-রাজনীতিকের চেয়ে সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেওয়া, ঐক্য ও সাম্য, বন্দুক ছেড়ে লাঙল ধরার আহ্বান, সন্ত্রাসের পথ পরিহার, প্রাক্তন প্রধানমন্ত্রীদের অবদান স্বীকার ও আরো কয়েকটি প্রসঙ্গ।

এ ছাড়া স্বাধীনতা আন্দোলনে শহীদের স্মৃতির প্রতি কুর্নিশ করেন তিনি।

তথ্যসূত্র : এনডিটিভি ও জি নিউজ অনলাইন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৪/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়