ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৫ আগস্ট ষড়যন্ত্রে জিয়া জড়িত : প্রধানমন্ত্রী

নাসির/লেনিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৬ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ আগস্ট ষড়যন্ত্রে জিয়া জড়িত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট ষড়যন্ত্রের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলার মানুষের জন্য নিজের জীবনের সুখ-আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জাতির জনককে হত্যার মধ্য দিয়ে এই রাষ্ট্রকে ধ্বংস করা, স্বাধীনতার চেতনাকে বিনাশ করাই ছিল ১৫ আগস্ট ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য।’

 

তিনি আরও বলেন, ‘যে জাতির জন্য আমার বাবা সারাটা জীবন কষ্ট করেছেন, নিজের সুখ, সাধ-আহলাদ বিসর্জন দিয়েছেন, সেই বাঙালির হাতেই তিনি স্বপরিবারে নিহত হলেন। সেই শোক-ব্যথা নিয়ে আমি ও আমার ছোট বোন ৩৯ বছর ধরে দিন কাটাচ্ছি।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে যখন ফিরে আসি তখন আমার ছোট ভাই রাসেল, কামাল, জামালকে পাইনি। তারা আমাকে এয়ারপোর্টে বিদায় দিয়েছিল। পেয়েছিলাম বাংলার লাখো মানুষকে। তখন আমি স্বজন হারানো বেদনা নিয়ে দেশবাসীর পাশে দাঁড়িয়েছি। তখন আমার একটাই লক্ষ্য ছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলবো।’

 

তিনি বলেন, ‘১৯৭১ এ যারা বাঙালির বিজয়কে মেনে নিতে পারেনি ১৫ আগস্ট তাদেরই ষড়যন্ত্র। তারা চেয়েছিল বাঙ্গালি যেন স্বাধীনতার সুফল না পায়।’

 

১৫ আগস্ট জাতির জনকের হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘খুনি রশিদ, ফারুক বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিল, বঙ্গবন্ধুকে হত্যায় জিয়া তাদের ইশারা দিয়েছিল।’

 

বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান তাকে দেশে আসতে দেননি বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

 

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রমুখ।

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৪/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়