ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নানা আয়োজনে জবিতে শুভ জন্মাষ্টমী উদযাপিত

আশরাফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১৭ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নানা আয়োজনে জবিতে শুভ জন্মাষ্টমী উদযাপিত

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবন প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা, নীল দলের সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, সাংবাদিক সমিতির সভাপতি মোবারক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম এবং অন্যান্য ছাত্রনেতৃ বক্তব্য রাখেন।

আলোচনা সভার পরে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক, বাংলাবাজার হয়ে ক্যাম্পাসে ফিরে আসে। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। এরপর সংকীর্তন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে অংশগ্রহণ করে।

 


রাইজিংবিডি/ঢাকা/ ১৭ আগস্ট ২০১৪/আশরাফুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়