ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘২০ দলীয় জোটকে রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ১৭ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘২০ দলীয় জোটকে রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে’

আ.লীগের লোগো

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটকে অশুভ শক্তির জোট আখ্যায়িত করে তাদের চিরতরে রুখে দিতে নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ২০ দলীয় জোট বিষধর সাপের মত অশুভশক্তির জোট। এরা যাতে বিষবাষ্প না ছড়াতে পারে সেজন্য তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

তিনি বলেন, ‘২০ দলীয় জোট বিষধর সাপের মতো। এদের মতো বিষধর আর কেউ নেই। ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত তাদের বিষবাষ্প বাংলার মানুষ দেখেছে। আর যেন তারা বিষবাষ্প ছড়াতে না পারে। এজন্য তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।’

‘বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই ঘটনা ঘটে’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, এখনো তারা এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। ক্ষমতায় যখন থাকে তখনও চায়, যখন থাকে না তখনো অপচেষ্টায় লিপ্ত থাকে।’

তিনি বলেন, ‘জীবন বাজি রেখে আমরা লড়াই করবো। তবু এদের জয়ী হতে দেবো না। যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, আমাদের নেতাকর্মীরা আছে এই জঞ্জালের রাজনীতির বিরুদ্ধে সক্রিয় ঐক্যবদ্ধ লড়াই করে যাবো।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপি জোটকে উদ্দেশ্য করে বলেন, আগস্ট মাস এলেই স্বাধীনতা বিরোধী শক্তি মানুষ হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আগস্ট মাস এলেই এদের চুলকানি শুরু হয়।

‘এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ নেতাকর্মীদের প্রতি এ আহ্বান করে তিনি বলেন,‘ এটা (ঢাকা মহানগর) শেখ হাসিনার দূর্গ। এই দূর্গে যাতে কেউ আঘাত করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে। যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিবাদ করতে হবে। এদের সঙ্গে কোন আপোষ নাই, আলাপ নাই। আপনারা প্রস্তুত থাকেন’।

খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের ঘাতক এবং পচাত্তরের ঘাতকদের আলাদা করে দেখার সুযোগ নাই। এরা একই মোহানায় এসে মিলেছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, এদের সঙ্গে কোন সংলাপ নয়। এদের প্রতিরোধ করতে হবে। ‘যদি আমরা একাত্তরের মতো ঐক্যবদ্ধ হই। তাহলে ঐক্যবদ্ধ শক্তির কাছে এই পরাজিত শক্তি পরাজয়ে বাধ্য হবে।’

 
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহানগরের সহ-সভাপতি মুকুল চৌধুরী, বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন, শাহে আলম মুরাদ প্রমুখ।



 

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৪/এনআর/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়