ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩০ ডিসেম্বর ভোটের বিপ্লব হবে : রব

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩০ ডিসেম্বর ভোটের বিপ্লব হবে : রব

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনতার গণজাগরণ এবং ভোটের বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব।

তিনি বলেন, ‘‘৩০ তারিখে (ডিসেম্বর) দেশের লক্ষ-কোটি জনতার গণজাগরণ হবে। ভোটের বিপ্লব হবে।’’

শনিবার বিকেলে টঙ্গীতে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘‘বাংলাদেশে সত্তর সালে একবার জনতা জয়লাভ করেছে, এইবার ২০১৮ সালের ৩০ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আবার জনগণ জয়লাভ করবে।’’

তিনি বলেন, ‘‘এ লড়াই ভোটের লড়াই, এ লড়াই গণতন্ত্রের লড়াই, এ লড়াই স্বৈরশাসনের পতনের লড়াই- এ লড়াইয়ে জিততে হবে। এ লড়াই খালেদা জিয়ার মুক্তির লড়াই। এ লড়াই ধানের শীষের লড়াই। ধানের শীষ আর আজকে বিএনপির প্রতীক নয়। বিএনপির মার্কা নয়। ধানের শীষ বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতীক।’’ 

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো.  সোহরাব উদ্দিন প্রমুখ।

গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন সরকার বক্তব্য রাখেন এবং ভোট ও দোয় চান।

টঙ্গীর জনসভা শেষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আ স ম আব্দুর রবের নেতৃত্বে ময়মনসিংহের উদ্দেশে সড়ক পথে যাত্রা করেন।



রাইজিংবিডি/গাজীপুর/১৫ ডিসেম্বর ২০১৮/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়