ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

আবেদনময়ী পূজার পথচলা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০১, ৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবেদনময়ী পূজার পথচলা

বিনোদন ডেস্ক: ভারতীয় মডেল-অভিনেত্রী পূজা চোপড়া। নির্মাতা মধুর ভাণ্ডারকারের হাত ধরে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এরপর বেশ কয়েকটি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন পূজা।

অভিনয়ে আসার আগে বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। কঠোর পরিশ্রমী এ অভিনেত্রী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ আগে পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। এরপর চিকিৎসক তাকে টানা ৩ সপ্তাহের বিশ্রামে থাকতে বললেও তিনি প্রতিযোগিতায় অংশ নেন। উদ্যমী এ অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। 
 

ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন পূজা চোপড়া
 

২০০৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া নির্বাচিত হন। শুধু তাই নয়, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেমি ফাইনালিস্ট ছিলেন পূজা
 

২০০৮ সালে ‘ফ্যাশন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন
 

২০১১ সালে ‘পোনার শঙ্কর’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক ঘটে পূজার
 

২০১২ সালে ‘দ্য ওয়ার্ল্ড বিফোর হার’ সিনেমার মাধ্যমে হলিউডের চলচ্চিত্রে পা রাখেন তিনি

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ অক্টোবর ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়