ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছবিতে বহুরূপী রিতিকা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে বহুরূপী রিতিকা

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী-বক্সার রিতিকা সিং। তার অভিনীত ‘ইরুধি সুত্রু’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় উঠে আসেন তিনি। এতে বক্সারের চরিত্রে দেখা যায় তাকে। এই চরিত্রের জন্য একশজন বক্সার অডিশন দিয়েছিল। সেখান থেকে নির্বাচিত হন রিতিকা।

রিতিকার বাবাও একজন বক্সার। তাই শৈশবেই বাবার কাছে কিকবক্সিংয়ের প্রাথমিক পাঠ নেন তিনি। ২০০৯ সালে এশিয়ান ইনডোর গেমস-এ ভারতের হয়ে কিকবক্সার হিসেবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সুপার ফাইট লিগের উদ্বোধনী মৌসুমে হাজির হন। এতে মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শুধু তাই নয়, ২০১২ সালে ফাইট রিয়েলিটি শো ‘সুপার ফাইট লিগ’-এ অংশগ্রহণ করেন রিতিকা। তা ছাড়া কারাতের ব্ল্যাক বেল্ট বিজয়ী তিনি। বহু গুণের অধিকারী রিতিকা কে নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।

 


ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রিতিকা সিং। বেড়েও উঠেছেন এই শহরে

 


২০১৬ সালে তামিল ভাষার ‘ইরুধি সুত্রু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন

 


২০১৬ সালে ‘সালা খারুস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী

 


২০১৭ সালে ‘গুরু’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক ঘটে রিতিকার

 


বর্তমানে তামিল ভাষার ‘বানাঙ্গামুরি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি





রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়