ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অনুমতি হয়নি, তবুও প্রস্তুতি নিচ্ছে বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুমতি হয়নি, তবুও প্রস্তুতি নিচ্ছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না পেলেও দলটি সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।

রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘ভোটারবিহীন সরকারের সবচেয়ে বড় ভয় হলো জনগণ। আর তাই যেকোনো জনসমাগম দেখলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং পুলিশের নিকট আবেদন করা হলেও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়নি।’

জনসভার জন্য বিএনপি প্রস্তুতিগ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, ‘অথচ এখনও পুলিশের পক্ষ থেকে কোনোকিছুই জানানো হচ্ছে না। দেশের কোথাও জনসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যাচ্ছে না। অনুমতি দিতে গড়িমসি, ১৪৪ ধারা জারি এবং কোথাও কোথাও সংকীর্ণ স্থানে অনুমতি দেওয়া হলেও সেখানে নেতা-কর্মীদের আসতে ব্যাপক ধরপাকড় করা হচ্ছে।’

‘সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আজকে রাতের মধ্যে যখনি অনুমতি দেওয়া হোক আমরা আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে সক্ষম হবো।’

আগামী নির্বাচন একতরফা করতেই সরকার সমাবেশে বাধা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে বলেও অভিযোগ করেন রিজভী।

‘ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের সাথে দেনদরবার করছে’ বলে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি হলো এদেশের জনগণের দল, জনগণের ভোটেই ক্ষমতায় যেতে বিশ্বাসী। সুতরাং বিএনপি নয়, আওয়ামী লীগই ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দেনদরবার করতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের মনের ভাব বুঝতে পেরে সরকার এখন দিশেহারা হয়ে উঠেছে। আরেকটি দেশি-বিদেশি মাস্টারপ্ল্যানের নীল নকশার নির্বাচন করতে এখন তারা বেপরোয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাল নথির মাধ্যমে সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া গভীর চক্রান্তেরই অংশ। দেশনেত্রীর কারামুক্ত হওয়া বিলম্বিত করাও সরকারের কারসাজি।’



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়